White "মা আমি আসি"।
ধর্ষণের পর্যালোচনা চলছে দূরোদর্শন পরে
তাই দেখে এক নির্ভয়া শুধায় অন্য নির্ভয়ারে,
দেখ দেখ এখন কেমন সাধু সাজছে ঐ পাপী
গত বছর ওর ছেলেরাই আমার হত্যার সাথী।
এ বছর তোর ধর্ষণে,খুনে ফেলছে চোখের জল
সাথে তিন সাধু এক হয়ে গড়ে প্রতিবাদের দল,
চিৎকার আর অসভ্যতায় ভরে ওঠে রঙিন কাঁচ
মুখোস খুলে সবকটা বলে এই আসল কোলাজ।
শোন বোন এভাবেই সারাবছর সাধুর খেলা চলে
একসাধু ধরা পড়লে অন্যরা দেয় ওর ছালছুলে,
সত্যবতীর কাণ্ড হতে চলেছে দলীত নারী ধর্ষণ
এখন ও তার শেষ নেই সাথে নিজ স্বার্থে ভাষন।
এর কোনো শেষ নেই শেষ হবে না কোনো দিন
নারী মাংসের লোভেই চলে পুরুষের রাত্রিদিন,
মুখেই যত মান সম্মান চলে প্রচার মাতৃ বন্দনা
খিদে পেলেই জাগে তাদের যত ধর্ষনের বাসনা।
রাস্তা ঘাটে পশু হত্যা যেমন ব্যাবসা নিত্যকার
এমন ভাবেই চলছে হত্যা যত হাজার নির্ভয়ার,
কত হলো আইন আদালত কত ফায়ার ফাঁসি
শুধু স্বপ্নে শুনলেনা চিৎকার "মা আমি আসি"।
©Swapan Dewanji
#Sad_shayri মা আমি আসি।