রবিযাপন অক্ষরগুলোর গায়ে কোন ধর্মের পোশাক নেই পায়

"রবিযাপন অক্ষরগুলোর গায়ে কোন ধর্মের পোশাক নেই পায়ে সম্প্রদায়ের জুতো ওরা মৌন গলির মুখে দু'টাকা কিলো চাল খাওয়া দলিত ছেলেদের সাথে জাতি আর জাতিস্বর মুখোমুখি বিপনন কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আজকের বিতর্কের বিষয়- রবিকে দেখে বাঙালিকে চেনা যায় কিন্তু বাঙালিদের দেখে রবিকে চেনা যায় না! কোত্থাও যাবেন না ফিরছি বিজ্ঞাপনের পর চোখ রাখুন এক্সক্লুসিভলি আমাদের চ‍‍্যানেলের পর্দায় আর স্ক্রীনে দেওেয়া নম্বরে মত বিনিময় করুন নির্দিধায়। বলবে, কিসের জন‍্য এত আয়োজন কবি তোমার আঁকা জীবন ছুঁয়ে থাকা মমতাময় ছবি দোলাচলে আছি, কতটা ভুল বা কতটা ঠিক কবি তোমার সব চরিত্রেরাই কি কাল্পনিক? সত‍্যিই বদল আসবে তোমার আমার মনুষ‍্য চরিত্রে একদিন কালো কালির মানুষেরা যুদ্ধ করে যাবে পাতায় পাতায় আপোশহীন বছরের শেষে গড় কাল্পনিক চরিত্রদের হবে চৈত্র সেল তবে তোমার স্মৃষ্টি এখনও সব বয়সেই রিভাইটেল। ©Sabuj Jana"

 রবিযাপন

অক্ষরগুলোর গায়ে কোন ধর্মের পোশাক নেই 
পায়ে সম্প্রদায়ের জুতো
ওরা মৌন গলির মুখে 
দু'টাকা কিলো চাল খাওয়া দলিত ছেলেদের সাথে 
জাতি আর জাতিস্বর মুখোমুখি
বিপনন কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আজকের বিতর্কের বিষয়-
রবিকে দেখে বাঙালিকে চেনা যায় 
কিন্তু বাঙালিদের দেখে রবিকে চেনা যায় না!
কোত্থাও যাবেন না
ফিরছি বিজ্ঞাপনের পর
চোখ রাখুন এক্সক্লুসিভলি আমাদের চ‍‍্যানেলের পর্দায়
আর স্ক্রীনে দেওেয়া নম্বরে মত বিনিময় করুন নির্দিধায়।

বলবে, কিসের জন‍্য এত আয়োজন কবি
তোমার আঁকা জীবন ছুঁয়ে থাকা মমতাময় ছবি
দোলাচলে আছি, কতটা ভুল বা কতটা ঠিক 
কবি তোমার সব চরিত্রেরাই কি কাল্পনিক?
সত‍্যিই বদল আসবে তোমার আমার মনুষ‍্য চরিত্রে একদিন
কালো কালির মানুষেরা যুদ্ধ করে যাবে পাতায় পাতায় আপোশহীন 
বছরের শেষে গড় কাল্পনিক চরিত্রদের হবে চৈত্র সেল
তবে তোমার স্মৃষ্টি এখনও সব বয়সেই রিভাইটেল।

©Sabuj Jana

রবিযাপন অক্ষরগুলোর গায়ে কোন ধর্মের পোশাক নেই পায়ে সম্প্রদায়ের জুতো ওরা মৌন গলির মুখে দু'টাকা কিলো চাল খাওয়া দলিত ছেলেদের সাথে জাতি আর জাতিস্বর মুখোমুখি বিপনন কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আজকের বিতর্কের বিষয়- রবিকে দেখে বাঙালিকে চেনা যায় কিন্তু বাঙালিদের দেখে রবিকে চেনা যায় না! কোত্থাও যাবেন না ফিরছি বিজ্ঞাপনের পর চোখ রাখুন এক্সক্লুসিভলি আমাদের চ‍‍্যানেলের পর্দায় আর স্ক্রীনে দেওেয়া নম্বরে মত বিনিময় করুন নির্দিধায়। বলবে, কিসের জন‍্য এত আয়োজন কবি তোমার আঁকা জীবন ছুঁয়ে থাকা মমতাময় ছবি দোলাচলে আছি, কতটা ভুল বা কতটা ঠিক কবি তোমার সব চরিত্রেরাই কি কাল্পনিক? সত‍্যিই বদল আসবে তোমার আমার মনুষ‍্য চরিত্রে একদিন কালো কালির মানুষেরা যুদ্ধ করে যাবে পাতায় পাতায় আপোশহীন বছরের শেষে গড় কাল্পনিক চরিত্রদের হবে চৈত্র সেল তবে তোমার স্মৃষ্টি এখনও সব বয়সেই রিভাইটেল। ©Sabuj Jana

#RABINDRANATHTAGORE

People who shared love close

More like this

Trending Topic