যে ছেলেটা আমার জন্য মরতে ছিল রাজী সে এখন অন্য কা

"যে ছেলেটা আমার জন্য মরতে ছিল রাজী সে এখন অন্য কারো আজই। যে ছেলেটা রাত জাগা এক পাখী, সেই ছেলেকে চোখের জলে আঁকি। যে ছেলেটার স্বপ্ন গুলো আমার, তখন সোনা বলতো আমায়,এখন আমি তামার। যে ছেলেটার র প্রশ্ন ছিল আমায় ঘিরে অনেক, উত্তর সে পায়নি বলে ঘনিয়ে ছিল মেঘ। অভিমানী হলে ই কথায় কথায় গলিয়ে দিতো মন অভিমান টা আজও বুকের মাঝে করে আন্দোলন। যে ছেলেটা আমার জন্য রোজ আনতো ফুল, বলেই খালাস ভালোবেসে আমায় নাকি করেছে সে ভুল। ©Prasenjit Kanrar"

 যে ছেলেটা আমার জন্য  মরতে ছিল রাজী 
সে এখন অন্য কারো আজই।
যে ছেলেটা রাত জাগা এক পাখী,
সেই ছেলেকে চোখের জলে আঁকি।
যে ছেলেটার স্বপ্ন গুলো আমার,
 তখন সোনা বলতো আমায়,এখন আমি তামার।
যে ছেলেটার র প্রশ্ন ছিল  আমায় ঘিরে অনেক,
উত্তর সে পায়নি  বলে   ঘনিয়ে ছিল মেঘ।
অভিমানী হলে ই কথায় কথায় গলিয়ে দিতো মন 
 অভিমান টা আজও বুকের মাঝে করে আন্দোলন।
যে ছেলেটা  আমার জন্য রোজ আনতো ফুল,
বলেই খালাস  ভালোবেসে  আমায় নাকি করেছে সে  ভুল।

©Prasenjit Kanrar

যে ছেলেটা আমার জন্য মরতে ছিল রাজী সে এখন অন্য কারো আজই। যে ছেলেটা রাত জাগা এক পাখী, সেই ছেলেকে চোখের জলে আঁকি। যে ছেলেটার স্বপ্ন গুলো আমার, তখন সোনা বলতো আমায়,এখন আমি তামার। যে ছেলেটার র প্রশ্ন ছিল আমায় ঘিরে অনেক, উত্তর সে পায়নি বলে ঘনিয়ে ছিল মেঘ। অভিমানী হলে ই কথায় কথায় গলিয়ে দিতো মন অভিমান টা আজও বুকের মাঝে করে আন্দোলন। যে ছেলেটা আমার জন্য রোজ আনতো ফুল, বলেই খালাস ভালোবেসে আমায় নাকি করেছে সে ভুল। ©Prasenjit Kanrar

#alalone

People who shared love close

More like this

Trending Topic