White পৃথিবীর মত রূপসী।
এই রূপের বাজারে তোর রূপ কে
ঠিক মত জায়গায় দে পৌঁছে,
কি হবে পাতার কুটিরে পড়ে থেকে
হিংস্র শয়তান তোকে খুঁজে চলেছে ?
দেখিসনে ফুলের বাগানের মালী
তার শ্রেষ্ঠ ফুল গুলি পৌছায় রাজার বাড়ি,
সেখানেই তো তার আসল ফুলের কদর
নিরাপত্তায় সারা রাজবাড়ি ফুলের রকমারী।
তুমি জানো অপরূপ ধনীর মেয়ে অলকানন্দা
ভালোবেসেছিল গরীবের ছেলে তীর্থকে,
কিন্তু কি হলো ? পারলোনা রক্ষা করতে
একদল শয়তান অপহরণ করলো অলোকাকে।
আবার গরীবের সুন্দরী মেয়ে জোনাকির
প্রেম হয়ে গেল রাজার ছেলের সাথে,
কি দিব্বি আছে দেখো একেবারে
কূড়ে ঘর থেকে রাজপ্রাসাদের জগতে।
আসলে যার যেখানে জায়গা
তাকে সেখানেই মানায়,
পাঁকে থেকে পদ্ম তুলে
দেবতার চরণেই নিবেদিত হয়।
তাই বলি এত ঝামেলায় দরকার নেই
পেতে ঐ চাঁদের মত যত রূপসী,
ওরা যে কলঙ্কের বাসের অযোগ্য
চাই পৃথিবীর মত বাস যোগ্য রূপসী।
©Swapan Dewanji
#hindi_di পৃথিবীর মতো রূপসী।