কলম কি বলে
হটাৎ একদিন কলম আমায়
বললো একটা কথা।
আমায় দিয়ে গল্প লেখো,
খাতায় আঁকো নকশী কাঁথা।
কত রকম ছবি আঁকো,
আবার গড় কত ছড়া ।
কত গল্প রূপকথার,
আছে তাতে পক্ষিরাজ ঘোড়া ।
আমার বুকের কালি দিয়ে
লেখ তুমি পাতায় পাতায়।
নিজের লেখার মধ্যে দিয়ে
রং দাও নিজের স্বাধীনতায়।
তোমার মনের রামধনুটা
উজাড় করে দাও লেখায়,
তোমার সেই গল্প কথাই
মানুষকে আবার বাঁচতে শেখায়।
তোমার মনের মধ্যে যেন
ক্রমশ আমি বিলীন হই।
কিন্তু তোমার লেখার মধ্যে,
আমার কোনো চিন্হ কই?
লেখার সময় যতই আমি,
থাকিনা কেনো তোমায় হাতে।
দিনের শেষে আমার জায়গা,
সেই তো আবার পেনদানীতে।
©Arundhuti Biswas
#কলম