White হার্ট এ্যটাক। কেন পর্দার নায়ক নায়িকার মত হত | বাংলা ভালোবাসা

"White হার্ট এ্যটাক। কেন পর্দার নায়ক নায়িকার মত হতে পারিনা? অথচ পর্দায় যখম ওদের দেখি, মনে হয় ও দুটি চরিত্রই যেন আমাদের সেই পরস্পরের হাত ধরে চলেছি কত কি। নেই কোনো অভাব অভিযোগ,নেই বাদানুবাদ আছে শুধু মাঝে মাঝেই জড়িয়ে ধরার স্বাদ, তুমি বল্লে চলোনা অভি কোথাও বেড়িয়ে পড়ি ছেলে দুটো মার কাছে রেখে একটু মজা করি। আমি বলি সুন্দর প্রস্তাব,কাটাতে এক ঘেয়েমি জীবনটা বেঁচে,নাকি মরে,পরিক্ষায় তুমি আমি, সামনের সপ্তাহেই পাঁচদিন ছুটি নিয়ে যাব দীঘা অবিবাহিতা নায়ক নায়িকার মত প্রেমেডোবা। আমি গাইবো গান"চলোনা দীঘার সৈকত ছেড়ে" তুমি গাইবে"ওরে যাসনা যাসনা উড়ে ওপাখিরে", এইভাবেই সারাদিন শুধু প্রেমের জাপটা জাপটি অবশেষে আরো সুখ,এস নিদ্রার করি পরিপাটি। রাতের গভীরতা ভূলে গেছি,ভূলে গেছি চাঁদিনী শুতে শুতে বারোটা,আবার চারে পুরো ঘুমোইনি, উঠেই ছুটেছি ডিউটি,না গেলে হবে পুরো কামাই জানি তুমি এভাবে খুশি না,রাত দিইনি তোমায়। রীমা চল আর দেরী নয় এবার বেরিয়ে পড়ি অভু আমি ভাবতে পারছিনা,একটু জড়িয়ে ধরি, দাড়াও,যাবার সময় আবার কার ফোন বাজলো রীমা মায়ের হার্ট এ্যটাক হয়েছে,এখনই চলো ! ©Swapan Dewanji"

 White হার্ট এ্যটাক।

কেন পর্দার নায়ক নায়িকার মত হতে পারিনা?
অথচ পর্দায় যখম ওদের দেখি,
মনে হয় ও দুটি চরিত্রই যেন আমাদের
সেই পরস্পরের হাত ধরে চলেছি কত কি।

নেই কোনো অভাব অভিযোগ,নেই বাদানুবাদ
আছে শুধু মাঝে মাঝেই জড়িয়ে ধরার স্বাদ,
তুমি বল্লে চলোনা অভি কোথাও বেড়িয়ে পড়ি
ছেলে দুটো মার কাছে রেখে একটু মজা করি।

আমি বলি সুন্দর প্রস্তাব,কাটাতে এক ঘেয়েমি
জীবনটা বেঁচে,নাকি মরে,পরিক্ষায় তুমি আমি,
সামনের সপ্তাহেই পাঁচদিন ছুটি নিয়ে যাব দীঘা 
অবিবাহিতা নায়ক নায়িকার মত প্রেমেডোবা।

আমি গাইবো গান"চলোনা দীঘার সৈকত ছেড়ে" 
তুমি গাইবে"ওরে যাসনা যাসনা উড়ে ওপাখিরে",
এইভাবেই সারাদিন শুধু প্রেমের জাপটা জাপটি
অবশেষে আরো সুখ,এস নিদ্রার করি পরিপাটি।

রাতের গভীরতা ভূলে গেছি,ভূলে গেছি চাঁদিনী
শুতে শুতে বারোটা,আবার চারে পুরো ঘুমোইনি,
উঠেই ছুটেছি ডিউটি,না গেলে হবে পুরো কামাই
জানি তুমি এভাবে খুশি না,রাত দিইনি তোমায়।

রীমা চল আর দেরী নয় এবার বেরিয়ে পড়ি
অভু আমি ভাবতে পারছিনা,একটু জড়িয়ে ধরি,
দাড়াও,যাবার সময় আবার কার ফোন বাজলো
রীমা মায়ের হার্ট এ্যটাক হয়েছে,এখনই চলো !

©Swapan Dewanji

White হার্ট এ্যটাক। কেন পর্দার নায়ক নায়িকার মত হতে পারিনা? অথচ পর্দায় যখম ওদের দেখি, মনে হয় ও দুটি চরিত্রই যেন আমাদের সেই পরস্পরের হাত ধরে চলেছি কত কি। নেই কোনো অভাব অভিযোগ,নেই বাদানুবাদ আছে শুধু মাঝে মাঝেই জড়িয়ে ধরার স্বাদ, তুমি বল্লে চলোনা অভি কোথাও বেড়িয়ে পড়ি ছেলে দুটো মার কাছে রেখে একটু মজা করি। আমি বলি সুন্দর প্রস্তাব,কাটাতে এক ঘেয়েমি জীবনটা বেঁচে,নাকি মরে,পরিক্ষায় তুমি আমি, সামনের সপ্তাহেই পাঁচদিন ছুটি নিয়ে যাব দীঘা অবিবাহিতা নায়ক নায়িকার মত প্রেমেডোবা। আমি গাইবো গান"চলোনা দীঘার সৈকত ছেড়ে" তুমি গাইবে"ওরে যাসনা যাসনা উড়ে ওপাখিরে", এইভাবেই সারাদিন শুধু প্রেমের জাপটা জাপটি অবশেষে আরো সুখ,এস নিদ্রার করি পরিপাটি। রাতের গভীরতা ভূলে গেছি,ভূলে গেছি চাঁদিনী শুতে শুতে বারোটা,আবার চারে পুরো ঘুমোইনি, উঠেই ছুটেছি ডিউটি,না গেলে হবে পুরো কামাই জানি তুমি এভাবে খুশি না,রাত দিইনি তোমায়। রীমা চল আর দেরী নয় এবার বেরিয়ে পড়ি অভু আমি ভাবতে পারছিনা,একটু জড়িয়ে ধরি, দাড়াও,যাবার সময় আবার কার ফোন বাজলো রীমা মায়ের হার্ট এ্যটাক হয়েছে,এখনই চলো ! ©Swapan Dewanji

#GoodNight হার্ট অ্যাটাক।

People who shared love close

More like this

Trending Topic