প্রবল উন্মাদনায় লিখছি দুই ছত্র
তোমাকে দেখার ইচ্ছা
  • Latest
  • Popular
  • Video

প্রবল উন্মাদনায় লিখছি দুই ছত্র তোমাকে দেখার ইচ্ছা জাগছে যত্রতত্র। নিকোটিনের ধোঁয়ায় পুড়ে যাচ্ছে ঠোঁট তোমাকে দেখার জন্য দু’চোখ উৎসুক। একি প্রেম নাকি তোমার ফাঁদ আনন্দের মাঝেও কাঁদছে পূর্ণ চাঁদ। এত যে প্রবল টান, শুধুই কি দেহ? তোমার আমার রসায়ন, জানবে কি কেহ? কত দিবস কত রজনী হয়েছে গত প্রেম তো ঠিকই আছে পূর্বেকার মত। ম্লান হয়নি কোথাও একটু হয়নি ফিঁকে কি দেখো আর চোখে, চেয়ে আমার দিকে। আমি তো সেই আগের মত যেমন আছে চাঁদ এত দিনের পরিণয় পারবে কি দিতে বাদ? জানি আমি, তোমিও, অটুট চির বন্ধন তবে কেন দূরে, থামাও হৃদের ক্রন্দন। ©Sonia

#Quotes #Prem  প্রবল উন্মাদনায় লিখছি দুই ছত্র
তোমাকে দেখার ইচ্ছা জাগছে যত্রতত্র।

নিকোটিনের ধোঁয়ায় পুড়ে যাচ্ছে ঠোঁট
তোমাকে দেখার জন্য দু’চোখ উৎসুক।

একি প্রেম নাকি তোমার ফাঁদ
আনন্দের মাঝেও কাঁদছে পূর্ণ চাঁদ।

এত যে প্রবল টান, শুধুই কি দেহ?
তোমার আমার রসায়ন, জানবে কি কেহ?

কত দিবস কত রজনী হয়েছে গত
প্রেম তো ঠিকই আছে পূর্বেকার মত।

ম্লান হয়নি কোথাও একটু হয়নি ফিঁকে
কি দেখো আর চোখে, চেয়ে আমার দিকে।

আমি তো সেই আগের মত যেমন আছে চাঁদ
এত দিনের পরিণয় পারবে কি দিতে বাদ?

জানি আমি, তোমিও, অটুট চির বন্ধন
তবে কেন দূরে, থামাও হৃদের ক্রন্দন।

©Sonia

#Prem

20 Love

Trending Topic