ইডি-র পর এ বার ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা চাইল সিবিআই, নিয়োগ মামলায় নজরে শান্তনু, সন্তুরাও
নিয়োগ মামলায় ধৃত সুজয়ের আগাম জামিন মামলায় হাই কোর্টের সমালোচনার মুখে পড়েছে সিবিআই। দেড় বছর পরে হঠাৎ কেন তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়ল, সে নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।
ইডি-র পর এ বার সিবিআই! প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী দল। বৃহস্পতিবার বিচার ভবনে সিবিআই বিশেষ আদালতে সিবিআইয়ের তরফে বিষয়টি জানানো হয়েছে।
©BANGLE TIMES
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here