নিহত নাসরাল্লার ডেপুটি কাশেম প্রকাশ্যে এলেন, হিজ়বুল্লার নেতা কী বার্তা দিলেন ইজ়রায়েলকে?
রবিবার পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইজ়রায়েলি হানায় হিজ়বুল্লার শীর্ষ নেতা হাসান নাসরাল্লা নিহত হওয়ার পরে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন তুতোভাই হাশেম সাফি আল দিন।
হাসান নাসরাল্লা নিহত হলেও ইজ়রায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে হিজ়বুল্লা। সোমবার এই ঘোষণা করলেন লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠীর অন্যতম শীর্ষনেতা নঈম কাশেম। সেই সঙ্গে লেবাননে জুড়ে ইজ়রায়েলের ধারাবাহিক হামলার মধ্যেই প্রথম বার প্রকাশ্যে এসে তিনি বললেন, ‘‘আমরা পদ্ধতি মেনেই নতুন নেতা নির্বাচন করব।’’
©BANGLE TIMES
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here