বরষা ঘোষ কর্মকার

বরষা ঘোষ কর্মকার

  • Latest
  • Popular
  • Video

#poem

27 View

একলা পথে চলতে চলতে ছয়টি বছর পার বুঝলোনা কেউ তোমার মতো এ জীবনে আর। বাঁধলোনা কেউ বুকের 'পরে অসীম স্নেহে আদরভরে বাড়লো শুধু দিনে দিনে অবহেলারই ভার। তুমি তো বেশ আছো সুখে লক্ষ তারার মাঝে বুঝবে না তো বিরহ বেদন কেমনে বুকে বাজে। আঁধার মাঝে দিশাহারা ক্লান্ত হৃদয় ছন্নছাড়া মনকে আমি বৃথাই ভুলাই নানানরকম কাজে। করি প্রতিবাদ তোমার মতো দেখলে অনাচার তারই তরে অপমানিত হই আমি বারবার। আমিও জেদী তোমার মতো নিজেই সারাই নিজের ক্ষত শত আঘাতেও শক্ত থাকি, মানিনা কভু হার। তবুও বাবা তোমার অভাব নিত্য আমি বুঝি আশেপাশে নিজের আমি সদাই তোমায় খুঁজি। জানি তুমি আছো সাথে হাতটা রেখে মোর হাতে কল্পনাতেই তোমার বুকে তাইতো মাথা গুঁজি।।

 একলা পথে চলতে চলতে ছয়টি বছর পার
বুঝলোনা কেউ তোমার মতো এ জীবনে আর।
বাঁধলোনা কেউ বুকের 'পরে
অসীম স্নেহে আদরভরে
বাড়লো শুধু দিনে দিনে অবহেলারই ভার।

তুমি তো বেশ আছো সুখে লক্ষ তারার মাঝে
বুঝবে না তো বিরহ বেদন কেমনে বুকে বাজে।
আঁধার মাঝে দিশাহারা
ক্লান্ত হৃদয় ছন্নছাড়া
মনকে আমি বৃথাই ভুলাই নানানরকম কাজে।

করি প্রতিবাদ তোমার মতো দেখলে অনাচার
তারই তরে অপমানিত হই আমি বারবার।
আমিও জেদী তোমার মতো
নিজেই সারাই নিজের ক্ষত
শত আঘাতেও শক্ত থাকি, মানিনা কভু হার।

তবুও বাবা তোমার অভাব নিত্য আমি বুঝি
আশেপাশে নিজের আমি সদাই তোমায় খুঁজি।
জানি তুমি আছো সাথে
হাতটা রেখে মোর হাতে
কল্পনাতেই তোমার বুকে তাইতো মাথা গুঁজি।।

একলা পথে চলতে চলতে ছয়টি বছর পার বুঝলোনা কেউ তোমার মতো এ জীবনে আর। বাঁধলোনা কেউ বুকের 'পরে অসীম স্নেহে আদরভরে বাড়লো শুধু দিনে দিনে অবহেলারই ভার। তুমি তো বেশ আছো সুখে লক্ষ তারার মাঝে বুঝবে না তো বিরহ বেদন কেমনে বুকে বাজে। আঁধার মাঝে দিশাহারা ক্লান্ত হৃদয় ছন্নছাড়া মনকে আমি বৃথাই ভুলাই নানানরকম কাজে। করি প্রতিবাদ তোমার মতো দেখলে অনাচার তারই তরে অপমানিত হই আমি বারবার। আমিও জেদী তোমার মতো নিজেই সারাই নিজের ক্ষত শত আঘাতেও শক্ত থাকি, মানিনা কভু হার। তবুও বাবা তোমার অভাব নিত্য আমি বুঝি আশেপাশে নিজের আমি সদাই তোমায় খুঁজি। জানি তুমি আছো সাথে হাতটা রেখে মোর হাতে কল্পনাতেই তোমার বুকে তাইতো মাথা গুঁজি।।

2 Love

#আবৃত্তি
#আবৃত্তি
#২২_শে_শ্রাবণ
#জন্মদিন
Trending Topic