গাজ়ার স্কুল, মসজিদে হানা ইজরায়েলের, নিহত ২৪, নেতা | বাংলা উদ্ধৃতি

"গাজ়ার স্কুল, মসজিদে হানা ইজরায়েলের, নিহত ২৪, নেতানিয়াহু সরকারের দাবি, ‘জঙ্গিরাই’ ছিল নিশানা রয়টার্সের তরফে দাবি করা হয়েছে, ওই স্কুল এবং মসজিদে আশ্রয় নিয়েছিলেন ঘরছাড়া মানুষজন। ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের দাবি, সেখানে লুকিয়ে ছিল ‘হামাস জঙ্গি’-রা। গাজ়ার একটি স্কুল এবং মসজিদে বোমা ফেলল ইজরায়েল। তাতে প্রাণ হারিয়েছেন ২৪ জন। আহত অন্তত ৯৭ জন। রয়টার্সের তরফে দাবি করা হয়েছে, ওই স্কুল এবং মসজিদে আশ্রয় নিয়েছিলেন ঘরছাড়া মানুষজন। ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের দাবি, সেখানে লুকিয়ে ছিল ‘হামাস জঙ্গি’-রা। তাদের ধরতেই হামলা করা হয়েছে। ©BANGLE TIMES"

 গাজ়ার স্কুল, মসজিদে হানা ইজরায়েলের, নিহত ২৪, নেতানিয়াহু সরকারের দাবি, ‘জঙ্গিরাই’ ছিল নিশানা

রয়টার্সের তরফে দাবি করা হয়েছে, ওই স্কুল এবং মসজিদে আশ্রয় নিয়েছিলেন ঘরছাড়া মানুষজন। ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের দাবি, সেখানে লুকিয়ে ছিল ‘হামাস জঙ্গি’-রা।

গাজ়ার একটি স্কুল এবং মসজিদে বোমা ফেলল ইজরায়েল। তাতে প্রাণ হারিয়েছেন ২৪ জন। আহত অন্তত ৯৭ জন। রয়টার্সের তরফে দাবি করা হয়েছে, ওই স্কুল এবং মসজিদে আশ্রয় নিয়েছিলেন ঘরছাড়া মানুষজন। ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের দাবি, সেখানে লুকিয়ে ছিল ‘হামাস জঙ্গি’-রা। তাদের ধরতেই হামলা করা হয়েছে।

©BANGLE TIMES

গাজ়ার স্কুল, মসজিদে হানা ইজরায়েলের, নিহত ২৪, নেতানিয়াহু সরকারের দাবি, ‘জঙ্গিরাই’ ছিল নিশানা রয়টার্সের তরফে দাবি করা হয়েছে, ওই স্কুল এবং মসজিদে আশ্রয় নিয়েছিলেন ঘরছাড়া মানুষজন। ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের দাবি, সেখানে লুকিয়ে ছিল ‘হামাস জঙ্গি’-রা। গাজ়ার একটি স্কুল এবং মসজিদে বোমা ফেলল ইজরায়েল। তাতে প্রাণ হারিয়েছেন ২৪ জন। আহত অন্তত ৯৭ জন। রয়টার্সের তরফে দাবি করা হয়েছে, ওই স্কুল এবং মসজিদে আশ্রয় নিয়েছিলেন ঘরছাড়া মানুষজন। ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের দাবি, সেখানে লুকিয়ে ছিল ‘হামাস জঙ্গি’-রা। তাদের ধরতেই হামলা করা হয়েছে। ©BANGLE TIMES

#gaza

People who shared love close

More like this

Trending Topic