আমার সবটা জুড়ে শুধু তোমার বসবাস,,,!কখনো কি ভেবে দেখেছো,,,
পৃথিবীতে এতকিছু থাকতে,
আমি শুধু তোমাকে নিয়ে কেনো লিখি,,,!
জানি কখনো ভাবনি,,,
হয়তো সময় হয়নি এখনো,,,!
তবে যদি কখনো সময় হয়,
একটু ভেবে দেখো,,,!
ভালোবাসি বলেছি যাকে,
ভালোবাসি কতো তাকে,,,!
না দেখেই বেসেছি ভালো,
জানিনা কেমন তুমি,
কেমন তোমার ধরণ-ধারণ,,,!
ভালোবাসি বলেছি মানে,
ভেবোনা আমি নিঃস্ব,,,!
বিশ্বাসে ভালোবাসা বাঁচে,
ভালোবাসার মানুষ তাই,
আমারও যে আছে,,,!!
©Nasira Khatun
#আমার_সবটা_জুড়ে