হিজ়বুল্লা প্রধানকে মারতে ৮৫ টন বোমা ব্যবহার ইজ়রা | বাংলা উদ্ধৃতি

"হিজ়বুল্লা প্রধানকে মারতে ৮৫ টন বোমা ব্যবহার ইজ়রায়েলের! মাটির নীচে বাঙ্কারে লুকিয়েও শেষরক্ষা হল না বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাসরাল্লা এবং হিজ়বুল্লা ডেরা গুঁড়িয়ে দেওয়ার জন্য ‘জিহিইউ-৩১ জেডিএএম’ এবং ‘স্পাইস ২০০০’ বোমা ব্যবহার করেছে ইজ়রায়েল। দু’দিন আগেই হিজ়বুল্লা প্রধান নাসরাল্লাকে হত্যা করে ইজ়রায়েল। ৩২ বছর ধরে হিজ়বুল্লার প্রধান ছিলেন নাসরাল্লা। তাঁর জন্যই ২০০০ সালে ইজ়রায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য হয়েছিল। শুধু তা-ই নয়, এই নাসরাল্লার নেতৃত্বেই ২০০৬ সালে ইজ়রায়েলের বিরুদ্ধে ৩৪ দিন ধরে হিজ়জবুল্লা লড়াই জারি রেখেছিল। লেবাননে গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। গত সপ্তাহেই সেখানে একের পর এক পেজার, ওয়াকিটকি বিস্ফোরণে বহু প্রাণহানি হয়। একইসঙ্গে হিজ়বুল্লার ডেরা লক্ষ্য করে লাগাতার বোমাবর্ষণ করে যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। ©BANGLE TIMES"

 হিজ়বুল্লা প্রধানকে মারতে ৮৫ টন বোমা ব্যবহার ইজ়রায়েলের! মাটির নীচে বাঙ্কারে লুকিয়েও শেষরক্ষা হল না

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাসরাল্লা এবং হিজ়বুল্লা ডেরা গুঁড়িয়ে দেওয়ার জন্য ‘জিহিইউ-৩১ জেডিএএম’ এবং ‘স্পাইস ২০০০’ বোমা ব্যবহার করেছে ইজ়রায়েল।

দু’দিন আগেই হিজ়বুল্লা প্রধান নাসরাল্লাকে হত্যা করে ইজ়রায়েল। ৩২ বছর ধরে হিজ়বুল্লার প্রধান ছিলেন নাসরাল্লা। তাঁর জন্যই ২০০০ সালে ইজ়রায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য হয়েছিল। শুধু তা-ই নয়, এই নাসরাল্লার নেতৃত্বেই ২০০৬ সালে ইজ়রায়েলের বিরুদ্ধে ৩৪ দিন ধরে হিজ়জবুল্লা লড়াই জারি রেখেছিল। লেবাননে গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। গত সপ্তাহেই সেখানে একের পর এক পেজার, ওয়াকিটকি বিস্ফোরণে বহু প্রাণহানি হয়। একইসঙ্গে হিজ়বুল্লার ডেরা লক্ষ্য করে লাগাতার বোমাবর্ষণ করে যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।

©BANGLE TIMES

হিজ়বুল্লা প্রধানকে মারতে ৮৫ টন বোমা ব্যবহার ইজ়রায়েলের! মাটির নীচে বাঙ্কারে লুকিয়েও শেষরক্ষা হল না বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাসরাল্লা এবং হিজ়বুল্লা ডেরা গুঁড়িয়ে দেওয়ার জন্য ‘জিহিইউ-৩১ জেডিএএম’ এবং ‘স্পাইস ২০০০’ বোমা ব্যবহার করেছে ইজ়রায়েল। দু’দিন আগেই হিজ়বুল্লা প্রধান নাসরাল্লাকে হত্যা করে ইজ়রায়েল। ৩২ বছর ধরে হিজ়বুল্লার প্রধান ছিলেন নাসরাল্লা। তাঁর জন্যই ২০০০ সালে ইজ়রায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য হয়েছিল। শুধু তা-ই নয়, এই নাসরাল্লার নেতৃত্বেই ২০০৬ সালে ইজ়রায়েলের বিরুদ্ধে ৩৪ দিন ধরে হিজ়জবুল্লা লড়াই জারি রেখেছিল। লেবাননে গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। গত সপ্তাহেই সেখানে একের পর এক পেজার, ওয়াকিটকি বিস্ফোরণে বহু প্রাণহানি হয়। একইসঙ্গে হিজ়বুল্লার ডেরা লক্ষ্য করে লাগাতার বোমাবর্ষণ করে যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। ©BANGLE TIMES

#Israel_Hezbollah_Conflict

People who shared love close

More like this

Trending Topic