White দৃষ্টিহীন/৪ আমার চোখে মেঘ জমেছে, মেঘের ভিতর | বাংলা রাজনীতি

"White দৃষ্টিহীন/৪ আমার চোখে মেঘ জমেছে, মেঘের ভিতর আলো সত্যি যদি আগুন চাও , পাথর ঠুকে জ্বালো পাথরগুলো হারিয়ে গেছে? প্রতিবাদের ভাষাও? চিতারকাঠে জ্বলছে আগুন তাকেই না হয় বাঁচাও বাঁচবে আগুন তোমার বুকে, জ্বলবে সূর্য হয়ে আর কতদিন থাকবো বেঁচে শুধুই ক্ষয়ে ক্ষয়ে? আসছে সেদিন যেদিন সবার হাতের মুঠোই ভাষা গনগনে রোদ, উজান বাওয়া, অথৈ ভালোবাসা ©Arunava Chakraborty"

 White দৃষ্টিহীন/৪

আমার চোখে মেঘ জমেছে, মেঘের ভিতর আলো 
সত্যি যদি আগুন চাও , পাথর ঠুকে জ্বালো 
পাথরগুলো হারিয়ে গেছে? প্রতিবাদের ভাষাও?
চিতারকাঠে জ্বলছে আগুন তাকেই না হয় বাঁচাও
বাঁচবে আগুন তোমার বুকে, জ্বলবে সূর্য হয়ে 
আর কতদিন থাকবো বেঁচে শুধুই ক্ষয়ে ক্ষয়ে? 
আসছে সেদিন যেদিন সবার হাতের মুঠোই ভাষা 
গনগনে রোদ, উজান বাওয়া, অথৈ ভালোবাসা

©Arunava Chakraborty

White দৃষ্টিহীন/৪ আমার চোখে মেঘ জমেছে, মেঘের ভিতর আলো সত্যি যদি আগুন চাও , পাথর ঠুকে জ্বালো পাথরগুলো হারিয়ে গেছে? প্রতিবাদের ভাষাও? চিতারকাঠে জ্বলছে আগুন তাকেই না হয় বাঁচাও বাঁচবে আগুন তোমার বুকে, জ্বলবে সূর্য হয়ে আর কতদিন থাকবো বেঁচে শুধুই ক্ষয়ে ক্ষয়ে? আসছে সেদিন যেদিন সবার হাতের মুঠোই ভাষা গনগনে রোদ, উজান বাওয়া, অথৈ ভালোবাসা ©Arunava Chakraborty

#Friendship

People who shared love close

More like this

Trending Topic