ডাস্টবিন কিংবা নর্দমায় কন্যা তোমার ছিন্নভিন্ন রক্তাক্ত দেহ,
পাচার কিংবা ভোগের সাথেও জড়িয়ে আছে
তোমার মতোই কেহ;
সমাজ জুড়ে নগ্নতারই অপমৃত্যুর গন্ধ ভাসে বাতাসে
,
তুমিই বল বিচার তবে কেন হবে চিরন্তনতার গা ঘেঁষে?
নারীর শত্রু নারীই যখন!
সমস্ত দোষ কেমনে দেব পুরুষকে?
লোহা কে যে লোহাই কাটে এই কথা কি বলতে আছে?
চৈতালী