তুমি যেমনি নূপুর হও কলমে -নরেশ বৈদ্য আমার যেটুকু

"তুমি যেমনি নূপুর হও কলমে -নরেশ বৈদ্য আমার যেটুকু সামর্থ্য--আছে কি আর বাকি? প্রতিনিয়ত করে চলেছি উর্বর প্রচেষ্টা হতে পারে তা বিরহের গান কিংবা শাণিত ধারা প্রাপ্তির ভাড়ারে এখন জমা আছে কিছু কবিতা কিন্তু সেই অভিসার আজ কোথায়? ভাবছি বুঝি এ কোন কাঙাল কাকের উৎপাত? সব জেনেও একা একা সাগর পাড়ি দিতে চায়! আসলে ঘুমের ভিতর যদি ঢুকে পড়ে মেমসাহেব সেখানে সুনীল,কিংবা জীবনানন্দ হয়ে ওঠা খুব একটা দোষের নয়,পাপ তো নয়ই। ©Naresh Baidya"

 তুমি যেমনি নূপুর হও
কলমে -নরেশ বৈদ্য

আমার যেটুকু সামর্থ্য--আছে কি আর বাকি?
প্রতিনিয়ত করে চলেছি উর্বর প্রচেষ্টা
হতে পারে তা বিরহের গান কিংবা শাণিত ধারা
প্রাপ্তির ভাড়ারে এখন জমা আছে কিছু কবিতা
কিন্তু সেই অভিসার আজ কোথায়?
ভাবছি বুঝি এ কোন কাঙাল কাকের উৎপাত?
সব জেনেও একা একা সাগর পাড়ি দিতে চায়!
আসলে ঘুমের ভিতর যদি ঢুকে পড়ে মেমসাহেব
সেখানে সুনীল,কিংবা জীবনানন্দ হয়ে ওঠা খুব একটা দোষের নয়,পাপ তো নয়ই।

©Naresh Baidya

তুমি যেমনি নূপুর হও কলমে -নরেশ বৈদ্য আমার যেটুকু সামর্থ্য--আছে কি আর বাকি? প্রতিনিয়ত করে চলেছি উর্বর প্রচেষ্টা হতে পারে তা বিরহের গান কিংবা শাণিত ধারা প্রাপ্তির ভাড়ারে এখন জমা আছে কিছু কবিতা কিন্তু সেই অভিসার আজ কোথায়? ভাবছি বুঝি এ কোন কাঙাল কাকের উৎপাত? সব জেনেও একা একা সাগর পাড়ি দিতে চায়! আসলে ঘুমের ভিতর যদি ঢুকে পড়ে মেমসাহেব সেখানে সুনীল,কিংবা জীবনানন্দ হয়ে ওঠা খুব একটা দোষের নয়,পাপ তো নয়ই। ©Naresh Baidya

তুমি যেমনি নূপুর হও
কলমে -নরেশ বৈদ্য
কলকাতা বইমেলায় (২০২৩) প্রকাশিত কাব্যগ্ৰন্থ(এই পথে যাই ভেসে)

People who shared love close

More like this

Trending Topic