White কিছুটা সময় রাখো নিজের জন্য,
একান্তই নিজের জন্য, চোখ বুজে
দেখো আকাশ চাঁদ তারা আর
সুন্দর পাখি, সুন্দর ফুল নদী পাহাড়,
হাত রাখো নিজের বুকে আস্তে করে
পাঁজর সরিয়ে মনটাকে ধরো !
ভীষণ রকম আহত ক্ষতবিক্ষত এই মন
চিন্তা করো কে করেছে আহত আর কে
ভেঙেছে তোমার সুন্দর মন,
ফুলগুলো কিছু বলছে সাগরের ঢেউ গুলো
আছড়ে পড়ছে তোমার বুকে, চুপ তারা গুলো
চেয়ে আছে তোমার দিকে, বুকের যন্ত্রনার
পাহাড় কুয়াশায় ঢাকছে !
কিছুটা সময় রাখো নিজের জন্য,,,,
©বিশ্বনাথ দাস
#love_shayari