আমি আর আগের মত হাসতে পারি না। মনটা কেমন খারাপই থাকে সারাক্ষণ। স্বামী সন্তানহীন রূপা মন্দিরে বসে এইসবই বলছিল ঠাকুরকে। হঠাৎ একটি ছোট্ট বাচ্চা মেয়ে এসে বলে তিনদিন ধরে কিচ্ছু খাইনিগো। কিছু খেতে দেবে? ঠাকুর তোমার সব কষ্ট দূর করবে। দাও না গো খেতে। ক্ষণকাল যেনো রূপার চোখ আটকে গেল ওই বাচ্চা মেয়েটির মায়াবী চোখে। এক অনন্ত টান আর ভালোলাগা অনুভব করলো রূপা। বললো, তোর বাবা মা কি করে? মেয়েটি মিষ্টি হেসে বললো তিনকুলে আমার কেউ নেইগো। আমি এই মন্দিরের বাইরেই থাকি আর সব ভক্তদের থেকে চেয়ে খাইগো মা। মা ডাক শুনে প্রাণ জুড়িয়ে গেলো রূপার। তাকে বুকে জড়িয়ে ধরে বললো তোর সারাজীবনের খাবারের দায়িত্ব আমি নিলাম। চল আজ থেকে তুই আমার মেয়ে হয়ে থাকবি।
- বিজয়া
#Child