‘বিষাক্ত’ লাহোরে এক দিনে অসুস্থ ১৫ হাজার, ভর্তি হাসপাতালে! তিন মাসের নিষেধাজ্ঞা বিয়ের অনুষ্ঠানে
স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা, নিউমোনিয়া এবং বুকে সংক্রমণের মতো উপসর্গ বাড়ছে। আর সেই উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে।
আর্থিক সঙ্কটের সঙ্গে যুঝছে পাকিস্তান। খাদ্যসঙ্কটও দেখেছে ভারতের প্রতিবেশী এই দেশ। এ বার স্বাস্থ্য ‘সঙ্কটের’ মুখে পাকিস্তানের একাংশ। দূষণে জেরবার গোটা পাকিস্তান। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি লাহোরে। এই শহরে বাতাসের গুণগত মান (একিউআই) ১৯০০। যা অতি অতি ভয়ানক।
©BANGLE TIMES
#lahore