অভিযোগ দিয়ে মালা গেথে আজ বরণ করছি তোমায়,
শান্তির নীড়ে ভালোবাসা পাবো এ চাওয়া মোর নাই l
কথার ইঁটে কথা গেঁথে আজ অভিমান স্তুপকার,
মৌলিক নামে ডাকলে তুমি মন হয় ছারখার l
গিটারের তারে টুউনিং তুমি,
আজ বে-তারে পড়েছে হাত,
মন মিছে কয়-একদিন তুমি শুনবে আমার অনুরণনের রাগ ll
কবিতার ভারে নুয়েছে হৃদয়,
অস্ত গেছে মনের সংলাপ,
সব কবিতায় আজ জীবন্ত হতো যদি
চেনা হাতে পেতাম অচিন গোলাপ ll
©Mosharaf Hossain Mondal
u