ভালোবাসা ছিল, তবু হাত ছাড়তে হলো,
সময় বলল, "তোমাদের পথ আলাদা হলো।"
স্বপ্নগুলো চোখের জল হয়ে ঝরল,
পরিস্থিতি আমাদের দূরে সরিয়ে দিল।
ক্লাইম্যাক্স এলো, গল্পের পর্দা নামলো,
তবুও একসাথে থাকার সুযোগ পেলাম না।
©Avishek Dey
#Time #Life thoughts about love failure