দুই বিচারপতির দুই মত! পার্থ-সহ পাঁচ জনের মামলা যাচ্ছে তৃতীয় বেঞ্চে, বাকি চার অভিযুক্তের জামিন হল
কলকাতা হাই কোর্টে পার্থ চট্টোপাধ্যায়-সহ ন’জনের জামিন মামলার রায় ছিল বুধবার। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চেই ছিল ওই রায়দান।
দুই বিচারপতি। দুই মত! এক জন সকলের জামিন মঞ্জুর করলেন। অন্য জনের নির্দেশে আটকে গেল পাঁচ জনের জামিন। ফলে তাঁদের জামিন মামলা এ বার যাচ্ছে কলকাতা হাই কোর্টের তৃতীয় বেঞ্চে।
কলকাতা হাই কোর্টে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে বুধবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ন’জনের জামিন মামলার রায় ছিল।
©BANGLE TIMES
#wb #SSC_RECUITMENT_CASE