India quotes ৭৫ এ স্বাধীনতা
_ স্নেহা
এ কেমন ভারতবর্ষ
অন্ধকারের পর যখন এলো নতুন ভোর
দেশ শাসনের ভার যে পেলো
সে বা তারা নাকি দাগী চোর।
এই যে বলেছিল ঘটাবে পরিবর্তন
বলি কখন আসবে সেই শুভক্ষণ?
আসবে না কো সেই ক্ষন
বললো ওরা নিজেই,
পরিবর্তন তো আমাদের ঘটিয়েছি
কিচ্ছু হবে না তোমাদের।
মরি একি কথা রাজাধিরাজ!
এ কেমন পঁচাত্তরের সরকার!!
বিশ্বাস হাতে দাঁড়িয়ে লক্ষ কোটি হাজার
তারা কি শুনতে পায় না আমাদের হাহাকার।
ওই যে ওরা করছে শাসন
রাজ্য জেলা বেশ
মহাজনেরা বলে গিয়েছেন
প্রদীপের নীচে আছে অন্ধকারের দেশ।
©SNEHA GHOSH