প্রথম দেখা চলো ফিরে যাই সেই প্রথম দেখায়, কোনো এক

"প্রথম দেখা চলো ফিরে যাই সেই প্রথম দেখায়, কোনো এক বসন্তের কোনো বিকেল বেলায়! নাগরিক জীবনের ব্যস্ততার থেকে বহু দূরে, যেখানে বসন্ত বাতাসে ভাসে, কোকিলের মধুর সুরে। নিস্তব্ধতা গ্রাস করে আমাকে, মন তবু কিছু বলতে যায়। সাজিয়ে বলার স্ক্রিপ্টটা যেন তোমার চোখের কাজলে হারিয়ে যায়। সাহস করে প্রথম কথা বলতে পরেই, তুমি আমায় দেখে মুচকি হাসো। হতাশ হয়ে মুখ ফেরালে, প্রথম তুমিই বলো ভালোবাসো। অপ্রস্তুতে আমি যখন ফিরে তাকাই তোমার দিকে, তুমি তখন নত আঁখিতে মাথা রাখো আমার বুকে। কথা ছিলো একইসঙ্গে হাঁটবো পথ, তোমায় খুশি ছোঁয়াবো এক আকাশ। বুঝিনি সেই প্রথম দেখাই ছিল, আমার জীবনের সর্বনাশ!"

 প্রথম দেখা


চলো ফিরে যাই সেই প্রথম দেখায়,
কোনো এক বসন্তের কোনো বিকেল বেলায়!
নাগরিক জীবনের ব্যস্ততার থেকে বহু দূরে,
যেখানে বসন্ত বাতাসে ভাসে, কোকিলের মধুর সুরে।

নিস্তব্ধতা গ্রাস করে আমাকে,
মন তবু কিছু বলতে যায়।
সাজিয়ে বলার স্ক্রিপ্টটা যেন 
তোমার চোখের কাজলে হারিয়ে যায়।

সাহস করে প্রথম কথা বলতে পরেই,
তুমি আমায় দেখে মুচকি হাসো।
হতাশ হয়ে মুখ ফেরালে,
প্রথম তুমিই বলো ভালোবাসো।

অপ্রস্তুতে আমি যখন ফিরে তাকাই তোমার দিকে,
তুমি তখন নত আঁখিতে মাথা রাখো আমার বুকে।

কথা ছিলো একইসঙ্গে হাঁটবো পথ,
তোমায় খুশি ছোঁয়াবো এক আকাশ।
বুঝিনি সেই প্রথম দেখাই ছিল,
আমার জীবনের সর্বনাশ!

প্রথম দেখা চলো ফিরে যাই সেই প্রথম দেখায়, কোনো এক বসন্তের কোনো বিকেল বেলায়! নাগরিক জীবনের ব্যস্ততার থেকে বহু দূরে, যেখানে বসন্ত বাতাসে ভাসে, কোকিলের মধুর সুরে। নিস্তব্ধতা গ্রাস করে আমাকে, মন তবু কিছু বলতে যায়। সাজিয়ে বলার স্ক্রিপ্টটা যেন তোমার চোখের কাজলে হারিয়ে যায়। সাহস করে প্রথম কথা বলতে পরেই, তুমি আমায় দেখে মুচকি হাসো। হতাশ হয়ে মুখ ফেরালে, প্রথম তুমিই বলো ভালোবাসো। অপ্রস্তুতে আমি যখন ফিরে তাকাই তোমার দিকে, তুমি তখন নত আঁখিতে মাথা রাখো আমার বুকে। কথা ছিলো একইসঙ্গে হাঁটবো পথ, তোমায় খুশি ছোঁয়াবো এক আকাশ। বুঝিনি সেই প্রথম দেখাই ছিল, আমার জীবনের সর্বনাশ!

bengali poem #poem
https://www.facebook.com/ontoralerkotha/
Like this FACEBOOK page for my another writings
#NOJOTO_BENGALI

People who shared love close

More like this

Trending Topic