-:নির্মল সঙ্গীত কাব্য-২২৪:-
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
ও কি মায়া কোন মায়া
যেথা খেলা করে ওই সুদূরপারে
সুদূরের আলো-ছায়া।।
হোথা কীসের টানে ওই গ্রহ-তারা
ছুটিয়া চলে বাঁধন হারা,
কোন গগনের স্বপন ওরা
করে আসা-যাওয়া।।
ওরা কোন কাননের ফুল-
কোন মাধবীর কর্নের দুল,
কোন সাধনে পাওয়া।
কোন সাধনে সুদূর-সুনীল
অন্ত নাহি বিশাল-বিলীন,
বিধাতার কোন নীল-নীল
শুভ সৃজনে ছাওয়া।।
©Goutam Parua"নির্মল"।
#Sad_Status # বাংলা শায়রি