আনন তোর জন্য
ভাই তোকে ছাড়া প্রথম নতুন বর্ষে দেখবো,
তোর জন্য কিছু ছন্দ আজ মিলাবো,
৫ বছর ৫ দিনের ছোট তুই আমার,
গানে সুরে মন ভরাতিস তুই সবার,
আমার জামা কাপড়ে ছিলো বেশ নজর তোর,
কত ঝগড়া না হয়েছে আমাদের জোর সোর,
হঠাৎ করে কেমনে যেনো বড় হয়ে গেলি,
বুদ্ধিমত্তায় আমাকে পিছপা করে দিলি,
দেশের পতকা সামনে নিয়ে নৌবাহিনীতে গেলি,
এত দায়িত্ব ছোট্ট একটা কাঁধে কীভাবে নিলি?
আমি জানি তুই পাড়বি, তোর গন্তব্য ছুঁতে,
আমি জানি তুই ধৈর্য দিয়ে পাড়বি রুক্ষতে,
তোর জন্য দোয়া অবিরত,
এগিয়ে যা তুই লক্ষ নিয়ে ঝড়ের মত।
©Hasnayen Ornil