একাকিত্ব...
একাকিত্বের কোনো বয়স হয় না। কেউ কেউ বলে—বয়েস কালে একাকিত্ব বাড়ে, সময়ের সাথে সাথে একাকিত্ব বাড়ে। কিন্তু তা নয়, বাচ্চা থেকে বৃদ্ধ সবার মধ্যেই একাকিত্ব থাকতে পারে। একটা মানুষ একা কখন থাকে? হয়তো বহু লোকের মাঝে থেকেও সে একা। আবার তার আশেপাশে, তার সাথে কোনো লোক না থেকেও সে একা নয়।
আসলে সবই মনের খেলা। আমরা যেটা চাইছি, আমাদের মন যেটা চাইছে... সেটা না পেলেই আমাদের দুঃখ কষ্ট। মনের শান্তিটাই সবচেয়ে বড়। আমরা সব জিনিসে ভালো লাগা, আনন্দটাই খুঁজে বেড়ায়। কেউ কেউ কোনো জিনিসে বা নিজের মধ্যেই তার সুখ খোঁজে। সেই জিনিসটা হারিয়ে গেলে সে একাকিত্বে ভোগে। সেই জিনিসটা পাওয়ার চেষ্টা করে।
আমরা চেয়ে থাকি আমাদের সাথে আমাদের পাশে কেউ থাকুক। যারা আমাদের আপন করে নেবে, আমাদের ভালোবাসবে, আমাদের বুঝবে, আমাদের যত্ন করবে। যারা আমাদের দোষ-গুণ বিচার না করে আমাদের সাথে থাকবে। আমরা সবাই ভালোবাসার কাঙ্গাল। কারোর থেকে ভালোবাসা না পেলে তখন আমরা নিজেদের একা ভাবি। সেটা যেকোনো সম্পর্কের ভালোবাসা হতে পারে।
©Jiya💙
#alone