India quotes হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে ৭৫টি বছর
সময়ের সাথে সাথে এক পা ও এগোয়নি
বরং পিছিয়ে এসেছি কয়েক হাজার বছর ।
হাতে ধরিয়ে দিয়েছে ভিক্ষার পাত্র
চোখে বেঁধে দিয়েছে কালো পর্দা,
মুখ দিয়েছে বন্ধ করে
দেশের জাতির মেরুদন্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছে
এর চেয়ে ভালো ছিল পরাধীন থাকা।
অসুস্থ ইতিহাসে শয্যাসায়ী হয়ে
মৃত্যুর জন্য অপেক্ষা করা।।
দেশ বাঁচাতে গেছে যে প্রাণ
খবর পাইনি তার
বৃথা সেই সব শহীদ দের বলিদান
হে ভারত মাতা
ক্ষমা কর তোমার সন্তানদের
নতুন করে মন্ত্র বলে
সাজাও আমার স্বপ্ন স্বদেশ
ফিরিয়ে আনো জনগণ প্রিয় সরকার
বঞ্চিত থাকবো না আর
চাই মানুষের ন্যায্য অধিকার।
নতুন পথে চলবো
নতুন ভারত গড়বো
আমরা জয় করবো
আমরা জয় করবো নিশ্চয়ই।
©SNEHA GHOSH