হারিয়ে যাচ্ছে যারা
এবার তবে বলা যাক কিছু এমন প্রানীর কথা,
পৃথিবীর বুকে চিরতরে আজ হারিয়ে যাচ্ছে যারা!
প্রথমটি হল বৃক্ষবাসী, দিবাচর এক সমাজবদ্ধ জীব,
নামটি তার "অসমিয়া বানর" বিজ্ঞান বলে "Macca Asamensis"
দ্বিতীয়টি হল দার্জিলিংবাসী, তৃণভোজী এক একাকী স্থলচর,
আমরা বলি "জংলী ছাগল" বিজ্ঞানের কাছে "Capricornis Thar"
হিমালয়বাসী তৃতীয় প্রানীটি একাকী, নিশাচর
আর দেখতে একে বেশ,
আমরা বলি "রেড পান্ডা", বিজ্ঞান বলে "Ailurus Fulgens"
শিকারী আর সাঁতারু এই প্রানীটির ঘন জঙ্গলে বাস,
"চিতাবাঘ" নামেই খ্যাত ইনি, বিজ্ঞান বলে "Panthera Pardus"
মানুষ তুমি সময় পেলে এদের কথাও ভেবো,
তুমিই এদের পারো বাঁচাতে, এই কথাটি জেনো।
বাঁচাও এদের, নিজেও বাঁচো, বাঁচুক পৃথিবী,
সোচ্চার হও, একটু ভাবো
কমবে তবেই মহামারীর ছবি।।
#Bengali_poem #NOJOTO_BENGALI
protesting against man's cruel acts of killing the nature
https://www.facebook.com/ontoralerkotha/