আমার আমি আজ বড্ড দামী
যেদিন ছেড়ে গিয়েছিলি আমার হাতখানি ,এই ব্যস্ত শহরের ভীড়ে যে আমিকে হারিয়ে ফেলেছিলাম আজ তাকে আবার খুঁজে পেয়েছি আমি,
সেদিন বড্ড কষ্ট হয়েছিল, হয়েছিল বড্ড রাগ , কিন্তু পরে বুঝলাম তুই হাতটা ছেড়ে বোঝালি আমায় এবার তুই জাগ।
ভিক্টোরিয়ার মাঠ, গঙ্গার ঘাট, আমার বাড়ীর সেই ভেজা ছাত , আজো আছে সব,
নেই শুধু তোর হাতে আমার হাত।
আজ আর হয়না কোনো কষ্ট, হয়না কোনো রাগ
এবার নিজেকে বলতে শিখেছি "যা গেছে তা যাক"।
এখন অনেক পরিবর্তন হয়েছি
আগের মতো সামান্যতেই অভিমান, অল্পেতে চোখের জল আর পড়ে না, পড়ে না আর তোকে মনে,হা এটাই নতুন আমি,
"আমার আমি আজ বড্ড দামী"
#নতুন আমি