যেদিন তোমার মনের আকাশ মেঘলা হবে
মনে যেদিন শ্রাবন রবে,
বর্ষা সেদিন তোমায় পাবে ll
যেদিন তুমি মন আকাশে একলা রবে
কিছু শব্দ সেদিন মন খারাপের কারণ হবে l
হাতের শিকল শক্ত নাতো
তুমি আলগা দিলেই ছিন্ন হবে,
সেদিন দু এক ফোঁটায়
মনে তোমার বন্যা হবে ll
মনের বাঁধন সবুজ পাতা
ঋতু তাকে ঠিকই লবে l
সবুজ পাতাও পর্ণমোচী
ঝরবে যেদিন সময় হবে l l
©Mosharaf Hossain Mondal
h