কোনো এক বসন্তে আমাদের প্রথম দেখা হবে,
জানিনা সেদিন তোমার চোখে চোখ রেখে,
ভালোবাসি বলতে পারবো কিনা,,,!
মনে বড়ো ভয় হয়,
যদি তুমি মুখের উপর না করে দাও,,,!
যদি বলো তোমার ও,,,
তোমাকে বেশ ভালোই রেখেছে,,,!
তাহলে বিশ্বাস করো আমি নিঃস্ব হয়ে যাবো,,,!
এখন ভাবতেই আমার সাড়া শরীর,,,
কেমন যেন শিউরে উঠছে,,,!
যেনো মনে হচ্ছে,,,
কোনো ফুল ফোটার আগেই ঝরে যাচ্ছে,,,!
নাহ্ আমি পারবোনা এরকম কঠিন সত্য,,,
আমি হয়তো কখনই সহ্য করতে পারবোনা,,,!
তার থেকে বরং,,,
কোনো বাসন্তই আমাদের জীবনে না আসুক,,,!
দরকার নেই কখনো দেখা হওয়ার,,,!
আমি এই বেশ ভালো আছি একা একাতেই,,,!!
©Nasira Khatun
#কোনো_এক_বসন্তে