কখন কে সাথে ছিল কখন কে থাকেনি, মনে রাখাটা ভীষণ জরুরী। জরুরী এই জন্য যেন মাথা নিচু করে কারো ভুলটাকে প্রশ্রয় না দিয়ে ফেলি। জরুরী কারণ বিনা কারণে শাস্তি ভোগ করার পরেও ভালো মানুষ হতে চাওয়া নিতান্ত বোকামি। জরুরী এই জন্য যে নিজের গণ্ডিতে শুধু বিশ্বাসযোগ্য মানুষই রাখা প্রয়োজন নইলে দিনে দুপুরে ডাকাতি হবার সম্ভবনা থাকে। জরুরী কারণ ভেঙে যাওয়ার পর নিজেকে আবার দাঁড় করানো চারটিখানি কথা নয়। জরুরী এই জন্য নিজেকে সামলানোর কেউ থাকে না। জরুরী এই কারণেই যাতে কেউ দ্বিতীয়বার ঠকানোর সুযোগ না পায়।
©Priti Biswas