মণিদীপা, প্রয়োজন নেই অতটা গভীরতার,
ক্লান্ত দেহে জীবনের চাওয়া-পাওয়ার
জটিল হিসাব কষে কী লাভ?
কি লাভ হিসাব করে
কতটা পথ হেটে এলাম
তোমার সাথে?
আমাদের আজো অনেক কাজ আছে
খোলা মাঠে, খোলা আকাশে,
মাটির কাছে, পৃথিবীর কাছে
আজো আমাদের পিতৃপুরুষের ঋণ!
এসো মণিদীপা আমরা আমরা ভালোবেসে যাই
বেঁচে আছি যে ক'টা দিন।