নক্সা
-----------------------------
একটু একটু করে নক্সা ফুটে উঠছে,
উত্তুঙ্গ এ কালবেলা ওড়ায় ফিনিক্স ঝাঁক !!
সুক্ষ্মাতি সুক্ষ্ম স্বর্ণরেশমের মলায়েম বুননে বিগত কয়েক দশক ধরাশায়ী...
তবে এ'ই বেশ, থাক নাহয় অযুত শতাব্দী তসরাদৃত মহানগরে -
মোগল বাজপুতের তেজস্বী ছাড়পত্রে মহিমান্বিত হোক সে'ই সমন্বয়ী বালুচরি !!
সেদিন সবুজের বিস্তারে হন্যে রেশমকীট,
তার গুটির ভিতর অলীক গুটির তত্ত্বাবধান সময় সময় -
মুড়িয়ে খাচ্ছে সদ্যজাত পর্ণশ্রীর সরসতা আস্বাদনের অমোঘ নেশায়...
ভিক্ষু যেমন রাজদ্বারে পরমান্ন পিয়াসী কিম্বা সাহারার তিয়াসী বেদুঈন
শুষে নেয় জল গ্রীষ্মসম দাবদাহে ! তফাৎ কি তা গ্রাসের ফেরে বুভুক্ষুতায় !!
তবু সে'ই সোনায় ছেঁচা স্বর্ণরেশম অনাদায়ী,
নক্সা বুনছে আলো আঁধারির গরদ থানে -
কোন বিশ্বজয়ের অলিখিত ফরমানে ।
©মৌসুমী চট্টোপাধ্যায়
#প্রেম #মৌসুমীচ্যাটার্জী #বাংলা_কবিতা