‘ইজ়রায়েলে পাল্টা হামলার ভুল নয়’, ইরানকে হুঁশিয়ারি আমেরিকার, ত্র্যহস্পর্শে আরও তপ্ত পশ্চিম এশিয়া
আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইজ়রায়েলের সঙ্গে শনিবারের হামলা নিয়ে কথা বলেছেন। তার পরেই তাঁর হুঁশিয়ারি— ‘‘ইজ়রায়েলের হামলার জবাব দেওয়ার মতো ভুল যেন না করে ইরান।’’
ইজ়রায়েলের হামলার জবাব দেওয়ার ‘ভুল’ যেন না করে ইরান। তেহরানকে এমনটাই হুঁশিয়ারি দিয়ে রাখল আমেরিকা। তিন দেশের ত্র্যহস্পর্শে উত্তাপ বাড়ছে পশ্চিম এশিয়ায়। শনিবার ভোরে ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পর পর বিমান হামলা চালিয়েছে ইজ়রায়েল। রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বার বার। ইজ়রায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ‘নির্দিষ্ট’ কিছু হামলা চালানো হয়েছে। যুদ্ধবিমান এবং কিছু ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে ঘটানো হয়েছে বিস্ফোরণ। গত ১ অক্টোবর ইজ়রায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। শনিবারই ইরান থেকে পাল্টা হামলার হুঁশিয়ারিও এসে গিয়েছে। এ বার ইরানকে দমিয়ে রাখতে পাল্টা হুঁশিয়ারি দিল আমেরিকা।
©BANGLE TIMES
#Israel_Iran_Conflict