হারিয়ে যাওয়ার আগে অরুণাভ চক্রবর্তী ডাকপিয়নের | বাংলা ভালোবাসা

"হারিয়ে যাওয়ার আগে অরুণাভ চক্রবর্তী ডাকপিয়নের বৃষ্টি ব্যাগে মেঘলা মনে মেঘ প্রেমহীন এই শহর জুড়ে শুধুই উদ্বেগ তবুও আমার বুকের উপর বৃষ্টিধোয়া জল সারাটাদিন তোমার কথাই ভাবছি অনর্গল... হলুদ পাখি উড়ালপথে ভিজিয়ে নিয়ে ডানা উড়ছে ঠিকই পথগুলো সব অচেনা অজানা ©Arunava Chakraborty"

 হারিয়ে যাওয়ার আগে

অরুণাভ  চক্রবর্তী

ডাকপিয়নের বৃষ্টি ব্যাগে  মেঘলা মনে মেঘ
প্রেমহীন এই শহর জুড়ে শুধুই উদ্বেগ
তবুও আমার বুকের উপর বৃষ্টিধোয়া জল
সারাটাদিন তোমার কথাই ভাবছি অনর্গল...
হলুদ পাখি উড়ালপথে  ভিজিয়ে নিয়ে ডানা 
উড়ছে ঠিকই পথগুলো সব অচেনা অজানা

©Arunava Chakraborty

হারিয়ে যাওয়ার আগে অরুণাভ চক্রবর্তী ডাকপিয়নের বৃষ্টি ব্যাগে মেঘলা মনে মেঘ প্রেমহীন এই শহর জুড়ে শুধুই উদ্বেগ তবুও আমার বুকের উপর বৃষ্টিধোয়া জল সারাটাদিন তোমার কথাই ভাবছি অনর্গল... হলুদ পাখি উড়ালপথে ভিজিয়ে নিয়ে ডানা উড়ছে ঠিকই পথগুলো সব অচেনা অজানা ©Arunava Chakraborty

#rain

People who shared love close

More like this

Trending Topic