তোমায় ভেবে ভেবে হয়তো এভাবেই কেটে যাবে আরেকটি বসন্ত

"তোমায় ভেবে ভেবে হয়তো এভাবেই কেটে যাবে আরেকটি বসন্ত, আরেকটি ফাগুন মাস! যে আগুন জ্বালিয়ে তুমি ফিরে গিয়েছিলে--- রেখে গিয়েছিলে শেষ চৈত্রের দ্বারে---- আজো সেই আগুনে পুরছি রোজ! এ কেমন ভালোবাসা বলো? কেন ছুঁতে চেয়ে বারংবার ফিরে ফিরে আসতে হয় তোমার দুয়ার হতে?! কেন আজীবন ভালোবাসা পথের ধূলায় বিলায় অবহেলায়, বলতে পারো? বলতে পারো কবি?----- লেখো না আর তুমি প্রেমের কবিতা, লেখোনা আর ভালোবাসার কথা, তুমি লেখো শ্রাবণের গল্প, অঝোর বৃষ্টির কথা। সৃষ্টির কথা, মিলনের কথা। ©srabanti samanta"

 তোমায় ভেবে ভেবে হয়তো এভাবেই কেটে যাবে আরেকটি বসন্ত,
 আরেকটি ফাগুন মাস!

যে আগুন জ্বালিয়ে তুমি ফিরে গিয়েছিলে---
 রেখে গিয়েছিলে শেষ চৈত্রের দ্বারে----
 আজো সেই আগুনে  পুরছি রোজ!

এ কেমন ভালোবাসা বলো?
কেন ছুঁতে চেয়ে বারংবার ফিরে ফিরে আসতে হয় তোমার দুয়ার হতে?!

কেন আজীবন ভালোবাসা পথের ধূলায় বিলায় অবহেলায়, বলতে পারো?
বলতে পারো কবি?-----

লেখো না আর তুমি প্রেমের কবিতা, 
লেখোনা আর ভালোবাসার কথা,

তুমি লেখো শ্রাবণের গল্প, অঝোর বৃষ্টির কথা।
সৃষ্টির কথা, মিলনের কথা।

©srabanti samanta

তোমায় ভেবে ভেবে হয়তো এভাবেই কেটে যাবে আরেকটি বসন্ত, আরেকটি ফাগুন মাস! যে আগুন জ্বালিয়ে তুমি ফিরে গিয়েছিলে--- রেখে গিয়েছিলে শেষ চৈত্রের দ্বারে---- আজো সেই আগুনে পুরছি রোজ! এ কেমন ভালোবাসা বলো? কেন ছুঁতে চেয়ে বারংবার ফিরে ফিরে আসতে হয় তোমার দুয়ার হতে?! কেন আজীবন ভালোবাসা পথের ধূলায় বিলায় অবহেলায়, বলতে পারো? বলতে পারো কবি?----- লেখো না আর তুমি প্রেমের কবিতা, লেখোনা আর ভালোবাসার কথা, তুমি লেখো শ্রাবণের গল্প, অঝোর বৃষ্টির কথা। সৃষ্টির কথা, মিলনের কথা। ©srabanti samanta

#flowers

People who shared love close

More like this

Trending Topic