ফুল গুলোকে একা থাকতে দাও,
মিথ্যার অকারণে রং লাগিও না,
অঝোরে কাঁদছে ফুলগুলো
মিথ্যার হাতে ওদের ছুইওনা!
নোনা জলগুলো মাটি আর
নয়নের মাঝে শুধুই জোয়ার ভাটা ,
লাশকাটা ঘরের বাইরে
কে যেন সাদা ফুল হাতে দাঁড়িয়ে !
পথ চেয়ে দাঁড়িয়ে
এক মুঠো নোনো ভালোবাসা ❤
©বিশ্বনাথ দাস