White কত মিথ্যা অজুহাতে চেনা মুখ গুলো গিরগিটি হয়ে যায়। বোঝার আগেই দেখবেন চিলের মত ছো মেরে উড়িয়ে নিয়ে যাবে। এরা অন্যের বিষয় নিয়ে ভাবতে ভাবতে নিজের জীবনের কাকতালীয় দৃশ্য গুলো লোকানোর চেষ্টা করে। নিজেদের এত মহান বা সহৃদয় ভাবে তা বোঝার আগেই আপলার যে থালায় তারা খেতো ফুটো করে দিয়ে চলে যাবে।
তাই অযথা কোনো মানুষকে ডেকে সেলিব্রেটি ভেবে বড় না বউ আপ্যায়ন করবেন না। এরা কাল কেউটে ছোবল মারার বেলায় এক বার ও ভাববে না।
তাই মুখোশ হতে সাবধান.....🤑🤑🐉🐉🐉🦎🦎🦅🦅
©Anjali Das Gupta
#good_night #Life #story #Nojoto #