সখা
-------------------------
মোর বিজন ঘরের নিবিড় সখা
সাজিও যতনে পুষ্পদান...
রৌদ্র মদিরায় আকন্ঠ তিয়াস
ভিজুক ভিজুক তৃষার্ত প্রাণ ।
শর্বরী নত বহতা স্রোতে
মেঘমল্লারে ধ্রুপদী সুর...
মিলিয়া গিয়াছে নীলিমার শোক
আতরীত হৃদ অন্তঃপুর ।
হেরিয়া হেরিয়া পুষ্প রাগিণী
চেতন করিছে অর্ঘ্য দান...
এহেন ভিন্নতা আজ নাইকো শোভে
অনন্ততায় লিখিত পরিত্রাণ ।
©মৌসুমী চট্টোপাধ্যায়