১৪ হাসপাতালের নামবদল বাংলাদেশে, মুজিবুর, হাসিনাদের স্মৃতি মুছে দিল ইউনূসের সরকার
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ১৪টি হাসপাতালের নাম বদলে ফেলেছে। বেশিরভাগের সঙ্গেই যুক্ত ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের নাম। নামবদলের পর সেগুলি মুছে ফেলা হয়েছে।
বাংলাদেশের জাতীয় দিবসের তালিকা থেকে আগেই বাদ গিয়েছে আটটি দিন। যার সিংহভাগই ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের স্মৃতিতে। এ বার বাংলাদেশের ১৪টি হাসপাতালের নাম বদলে ফেলল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এ ক্ষেত্রেও কোনওটির নামের সঙ্গে জড়িত ছিল হাসিনার প্রয়াত পিতা মুজিবর রহমানের নাম। কোনওটিতে যুক্ত ছিল স্বয়ং হাসিনার নাম। রবিবার বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রক থেকে এক বিজ্ঞপ্তিতে ১৪টি হাসপাতালের নাম পরিবর্তনের কথা জানানো হয়েছে।
©BANGLE TIMES
#Bangladesh