প্রথম শব্দচ্চারণ করতে শেখা মা তোমার জন্য।
হামাগুড়ি থেকে গুটি গুটি পায়ে
হাঁটতে শেখা তোমারই হাত ধরে।
পুঁথিগত শিক্ষার আগে, বর্ণের সাথে পরিচয়
তোমার কাছেই।
গীতার বাণী , মহাভারতের গল্প থেকে
জীবনের পাঠ, সব কিছুই তোমার থেকে শেখা।
জীবনে হাজারো সমস্যায় হার না মানতে শেখা,
হাজারো বাঁধার মুখোমুখি হয়ে
লড়তে শেখা তোমাকে দেখেই।
জীবনে চলার পথে পাথেয় তুমি।
জীবনে এগিয়ে চলার প্রেরণা শুধুই তুমি।shaon
shaon
©shaon
আমার কাছে আমার মা