যা তোমার নয়,তার প্রতি কখনো
অধিকার জন্মাতে দিও না,
বিনিময়ে অপমান ছাড়া কিছুই
পাবে না।
তোমার অধিকারের পেছনে
ভালোবাসাটা কেউ দেখবে না।
তাই যা পাবার কিংবা ধরে রাখবার
ক্ষমতা তোমার নেই,
তার প্রতি আবদার কিংবা
আশা রেখো না।
দূরেই না হয় থাকুক ভালো
এমন ভালোবাসা।
কলমে ঃ তামান্না মিমি
©Tamanna Mimi
অধিকার