LEGEND LIGE SIKHOR DHAWAN শিখর বলেছেন "আমার শরীর | বাংলা Video

" LEGEND LIGE SIKHOR DHAWAN শিখর বলেছেন "আমার শরীর এখনো খালার জন্যে প্রস্তুত রয়েছে " 26-AUG-2024 শনিবার আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর সিদ্ধান্ত ঘোষণা করেছেন শিখর ধাওয়ান। তার দুদিন পর ই জানালেন নিজের ইচ্ছের কথা। চলতি বছরের লেজেন্ড লিগে ক্রিকেট অংশ নেবে বা হাতি ওপেনিং ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা এই প্রতিযোগিতায় খেলতে পারেন ক্রিকেটাররা। এক বিবৃতিতে শিখর বলেছেন, "আমার শরীর খেলার জন্য এখনও প্রস্তুত রয়েছে। ক্রিকেট আমার মনের এক অবিচ্ছিন্ন অংশ। ফলে আমি এই লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছি।” প্রসঙ্গত ভারতীয় দলের জার্সিতে ধাওয়ান ৩৪ টেস্ট, ১৬৭ এক দিনের ম্যাচ এবং ৬৯ টি টি-টোয়েন্টি খেলেছেন। আইসিসি প্রতিযোগিতায় তাঁর সাফল্য প্রশ্নাতীত। তিনি যোগ করেছেন, "আমার সতীর্থদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি। সমর্থকদেরও বিনোদন দিতে পুরোদমে তৈরি।” প্রসঙ্গত ২০২১ সালে শুরু হয় লেজেন্ডস লিগ ক্রিকেট। ক্রিস গেইল, গৌতম গম্ভীর, শেন ওয়াটসনের মতো ক্রিকেটাররা এই লিগে খেলেছেন। গত বছর ভারতের পাঁচটি জায়গায় এই লিগের খেলা হয়েছিল। চলতি বছরে সেপ্টেম্বরে ভারতের পাশাপাশি লিগের খেলা হবে কাতারেও। ©Yeasmina Khan "

LEGEND LIGE SIKHOR DHAWAN শিখর বলেছেন "আমার শরীর এখনো খালার জন্যে প্রস্তুত রয়েছে " 26-AUG-2024 শনিবার আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর সিদ্ধান্ত ঘোষণা করেছেন শিখর ধাওয়ান। তার দুদিন পর ই জানালেন নিজের ইচ্ছের কথা। চলতি বছরের লেজেন্ড লিগে ক্রিকেট অংশ নেবে বা হাতি ওপেনিং ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা এই প্রতিযোগিতায় খেলতে পারেন ক্রিকেটাররা। এক বিবৃতিতে শিখর বলেছেন, "আমার শরীর খেলার জন্য এখনও প্রস্তুত রয়েছে। ক্রিকেট আমার মনের এক অবিচ্ছিন্ন অংশ। ফলে আমি এই লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছি।” প্রসঙ্গত ভারতীয় দলের জার্সিতে ধাওয়ান ৩৪ টেস্ট, ১৬৭ এক দিনের ম্যাচ এবং ৬৯ টি টি-টোয়েন্টি খেলেছেন। আইসিসি প্রতিযোগিতায় তাঁর সাফল্য প্রশ্নাতীত। তিনি যোগ করেছেন, "আমার সতীর্থদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি। সমর্থকদেরও বিনোদন দিতে পুরোদমে তৈরি।” প্রসঙ্গত ২০২১ সালে শুরু হয় লেজেন্ডস লিগ ক্রিকেট। ক্রিস গেইল, গৌতম গম্ভীর, শেন ওয়াটসনের মতো ক্রিকেটাররা এই লিগে খেলেছেন। গত বছর ভারতের পাঁচটি জায়গায় এই লিগের খেলা হয়েছিল। চলতি বছরে সেপ্টেম্বরে ভারতের পাশাপাশি লিগের খেলা হবে কাতারেও। ©Yeasmina Khan

# cricket
#BCCI #
#IPL2024

People who shared love close

More like this

Trending Topic